ফুলবাড়ীয়ায় বাক্তা গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

image

You must need to login..!

Description

ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাক্তা ইউনিয়নের বাক্তা গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করেন। বাক্তা আলহাজ¦ মোবারক খান মহাবিদ্যালয় মাঠে ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ইমান আলী সঞ্চালনায় বাক্তা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবু হানিফা, প্রধান শিক্ষক আতিকুর রহমান বাক্তা উচ্চ বিদ্যালয়, সাহেরা খাতুন প্রধান শিক্ষক বাক্তা বালিকা উচ্চ বিদ্যালয়, নিজাম উদ্দিন খান প্রধান শিক্ষক অন্নেষণ উচ্চ বিদ্যালয়, ফারুক জেংচাম প্রোগ্রাম অফিসার ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাল্যবিবাহ একটি একটি সামাজিক ব্যাধি। এত কিছুর পর আজ আমরা গর্ব করছি, আনন্দ লাগছে এই বাল্য বিয়ে মুক্ত হয়েছে, এর দাবীদার ফুলবাড়ীয়া এপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ ধন্যবাদ জানাই তাদের। তাই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার একটা বড় কারণ বাল্যবিবাহ। এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিতে হবে মেয়েরা যেন শিক্ষা, চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার না হয়, সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। দরিদ্র মানুষেরা যেন সহজে আইনি প্রতিকার পায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবক আব্দুল খালেক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্যবৃন্দ, শিশু ও যুব ফোরামের নেতৃবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার