ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে সাইদুল ইসলাম (৩৬) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইদুল ইসলাম উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে গয়লাপাড়ার জনাব আলীর ছেলে।ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মেজবা উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাইদুল ইসলাম নিজ বাড়ির ঝোপের পাশে কাজ করছিলেন। এসময় ভিমরুল তাকে কামড় দেয়। এতে সাইদুল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে ওই দিন সন্ধ্যায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভর্তি করার পরদিন বুধবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।