গফরগাঁওয়ে মোটর সাইকেল অভিযানে ৪২টি মামলাঃ লক্ষাধিক টাকা জরিমানা আদায়
September 17, 2023
109
No Comments
You must need to login..!
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ
গফরগাঁও উপজেলা সদর সাবেক চাঁদনী সিনেমা হল মোড়ে ময়মনসিংহের পুলিশ ট্রাফিকের উদ্যোগে গতকাল রোববার দিনভর মোটর সাইকেলের গাড়ির কাগজপত্র , চালকের লাইন্সেস না থাকায় ও হেলমেট না থাকায় অভিযোগে ৪২টি মামলা এবং ১লাখ টাকার উপর জরিমানা আদায় করা হয়েছে । ময়মনসিংহের পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর (পরির্দশক) মোঃ জাহাঙ্গির কবিরের নেতৃত্বে এ অভিযান দিনভর চলে ।