গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ
গফরগাঁও উপজেলা সদর সাবেক চাঁদনী সিনেমা হল মোড়ে ময়মনসিংহের পুলিশ ট্রাফিকের উদ্যোগে গতকাল রোববার দিনভর মোটর সাইকেলের গাড়ির কাগজপত্র , চালকের লাইন্সেস না থাকায় ও হেলমেট না থাকায় অভিযোগে ৪২টি মামলা এবং ১লাখ টাকার উপর জরিমানা আদায় করা হয়েছে । ময়মনসিংহের পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর (পরির্দশক) মোঃ জাহাঙ্গির কবিরের নেতৃত্বে এ অভিযান দিনভর চলে ।