গফরগাঁওয়ে নদী থেকে তরুণীর লাশ উদ্ধার

গফরগাঁওয়ে নদী থেকে তরুণীর লাশ উদ্ধার

BMTV Desk No Comments

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দক্ষিণে পাগলা থানার বানার (পুরাতন বহ্মপুত্র) নদী থেকে ভাসমান অবস্থায় সাথী (৩৭) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জ জেলা সদরের ফিসারী রোডের মোঃ আব্দুস ছালামের মেয়ে । গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার টাংগাব ইউনিয়নে টোক-চাঁনপুর বাজার এলাকার মুচারবাড়ী-সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। টাংগাব ইউনিয়নের দায়িত্বরত এসআই মদন সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় বানার নদীতে তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরো বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।