এশিয়ান গেমসে অংশ নিতে ভিয়েতনামের পথে অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। এশিয়ান গেমসে অংশ নিতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দল দেশ ছাড়ছে। এর মধ্যে আবার ফুটবলের নিজস্ব আন্তর্জাতিক খেলাও রয়েছে।

আজ রাতে প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নেবেন সাবিনারা। মধ্যরাতে সাবিনারা দেশ ছাড়ার আগে অবশ্য তাদের অনুজরা দেশ ছেড়েছেন। এএফসি অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে অংশ নিতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হয়েছেন রুমা আক্তাররা। আজ দুপুরে তারা বাংলাদেশ ত্যাগ করেন।এএফসি অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভিয়েতনাম, অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাই এই গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হওয়া একটু কষ্টসাধ্য বাংলাদেশের জন্য। এরপরও বাংলাদেশ মূল পর্বে খেলার আশা নিয়েই দেশ ছেড়েছে।

রুমারা দেশ ত্যাগের দশ ঘন্টার মধ্যেই বিমানবন্দরে থাকবেন সাবিনা খাতুনরা। সিনিয়র জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা প্রথমবারের মতো এশিয়ান গেমসে ফুটবল দল নিয়ে যাচ্ছেন। এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, জাপান ও নেপাল। প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিয়েই দুই বিশ্বকাপ খেলা দলের সামনে পড়েছে বাংলাদেশ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার