স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি উপ অঞ্চল, ময়মনসিংহ এর ৫০ তম গ্রীষ্মকালীন খেলাধূলা (কাবাডি,হ্যান্ডবল,দাবা ফুটবল ও সাতার প্রতিযোগিতা শহরের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়। আজ ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠে হ্যান্ডবল ও কাবাডি খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ী দের মাঝে পুরষ্কার বিতরন করেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বো র্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ গাজী হাসান কামাল , বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত উপ পরিচালক রওশন আরা খান, শিক্ষা বো র্ডের ক্রীড়া অফিসার মোঃ আবদুল হক সহকারী বিদ্যালয় পরিদির্শকা ইসরাত শাহীন, সভাপতিত্ব করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক অনিমা রানী সাহা হ্যান্ডবল প্রতিযোগিতায় কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ময়মনসিংহ জিলাস্কুল চ্যাম্পিয়ন টফি অর্জন করেন।