স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ২১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মনিরুজ্জামান এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার কাচারী ঘাট এলাকা হতে প্রতারনা মামলার আসামী আসলাম ইকবাল (৩৭), পিতামৃত-মোহাম্মদ আলী, সাং-বাঘাডোবা, চর পাড়া মোড়লবাড়ী, আরিফুজ্জামান ওরফে আরিফ (২৪), পিতা-মোঃ চাঁন মিয়া, সাং-চক শ্যামরামপুর, ফদিয়ারচর, উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) শামছুজ্জামান এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার গোহাইলকান্দি জামতলা এলাকা হইতে বিশেষ ক্ষমতা আইন মামলার আসামী মোঃ নুরুজ্জামান চান (৫০), পিতা-মৃত বিল্লাল মিয়া, সাং আকুয়া চুকাইতলা, ২. আবু দাঊদ রায়হান (৩৮),
পিতা-মৃত আবুল খায়ের সাং গোয়াইলকান্দি জামতলা, উভয় থানা- কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজিব এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে জামালপুর জেলার সদর থানাধীন নান্দিনা খরখরিয়া এলাকা হতে জামালপুর সদর থানা এলাকা হতে ধর্ষণ মামলার আসামী মোঃ সেলিম (৪০), পিতা-হোসেন আলী, সাং-নান্দিনা খরখরিয়া, থানা-জামালপুর সদর, জেলা- জামালপুর, এপি/সাং-কেওয়াটখালী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কামরুল হাসানএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার রেলস্টেশন এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। সোহাগ @ সুজন (২২), পিতা-মোঃ আজিম, মাতা-রুমেছা বেগম, সাং-আকুয়া মোড়ল পাড়া, ২। সুমন (২৬), পিতা-ইসমাইল @ ওয়াজ উদ্দিন, সাং-আকুয়া ভাঙ্গাপুল, উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) দেবাশীষ সাহাএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার কাচারী ঘাট এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী আঃ হক (৪০), পিতামৃত-আবুল বাশার, সাং-চর ঈশ^রদিয়া টান পাড়া, বিজয় ওরফে কাজল (২৩), পিতা-করিম, সাং-উজান বাড়েরা, কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) জহিরুল ইসলামএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার ময়নার মোড় এলাকা হতে অন্যান্য মামলার আসামী রেজাউল আলম (৪০), পিতামৃত-আঃ জলিল, সাং-দাপুনিয়া তালতলা, এপি/সাং-শ্বশুর রফিকুল ইসলাম, নানা শ্বশুর মোঃ বছির উদ্দিন,
সাং-দিঘারকান্দা মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজিবএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার র্যালির মোড় এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী রাশেদ মিয়া (২৬), পিতামৃত-আঃ রহিম, সাং-শম্ভুগঞ্জ নলুয়াপাড়া, থানা-কোতোয়ালী, জাহিদুল ইসলাম (৩৬), পিতা-ইমাম হোসেন, সাং-খুকশিয়া দারোগা বাড়ী, থানা-মুক্তাগাছা,ময়মনসহিংদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আঃ মোতালেব এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চরপাড়া এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ সুজন (৩২), পিতামৃত-নুর ইসলাম, নাহিদ হোসেন (৩৩), পিতা-মোঃ লিটন, উভয় সাং-আকুয়া হাজী বাড়ী, কোতোয়ালী,
ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) জহিরুল ইসলামএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চর ঝাউগড়া নিজ বাড়ীর সামনে হতে অন্যান্য মামলার আসামী মোকশেদুল হক(৫৫), পিতা- তোফাজ্জল হোসেন তালুকদার, সাং-চর ঝাউগড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) নূর মোহাম্মদ, শারমিন জাহান শাম্মী, মনিরুজ্জামান, এএসআই(নিঃ) আনোয়ার হোসেন, সআয়েছ মিয়া, সুকান্ত দেবনাথ প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালি্য়ে ২টি সিআর সাজা, ১টি জিআর সাজা, ২টি জিআর ও ১টি সিআর সহ সর্ব মোট ৬টি বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ময়মনসিংহ সদরের আকুয়া মোড়ল পাড়ার পারুল আক্তার, ভাটি বাড়েরার সোহাগ আকন্দ, জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় গৌরীপুর থানার সতিসার মানিক ওরফে চোরা মানিক ওরফে মোস্তাফিজুর রহমান মানিক চৌধুরী ওরফে ফ্রিডম মানিক (৩৫), বর্তমান চর নিলক্ষীয়া, ময়মনসিংহ সদর।
সিআর গ্রেফতারী পরোয়ানায় চর রাঘবপুরের আফছর আলী, জিআর গ্রেফতারী পরোয়ানায় শম্ভুগঞ্জ রঘুরামপুর সবজিপাড়ার জাহাঙ্গীর মীর, চর নিলক্ষীয়ার মোস্তাফিজুর রহমান মানিককে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।