স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন , জেলা অপরাধ দমনে জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবির এসআই(নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজমোড়ে জয়বাংলা চত্বর এর বিপরীত পাশে মোঃ রাকিবুল ইসলাম (৩২), এর দোকানের সামনে নেত্রকোনা হতে ময়মনসিংহগামী রাস্তা হইতে ১৯ সেপ্টেম্বর ২০২৩ বিকালে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নবী হোসেন (৫৫), পিতা-মৃত মকরম আলী, সাং-পূর্ব লম্বাবাক, পোঃ সাচনাবাজার, থানা-জামালগঞ্জ, জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত ১২ কেজি গাঁজা এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।