You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁও ব্রহ্মপুত্র নদের কাশবনে বেড়াতে রিমি আঞ্জুমান (৩৫) নামের এক নারীর ৫ বছরের শিশু সন্তান নৌকা থেকে নদের পানিতে পড়ে যায়। ওই সময় সন্তান বাঁচাতে নদে ঝাপ দেন মা রিমি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তবে নৌকার লোকজন নদে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সালটিয়া সেতু সংলগ্ন এলাকায়।
ঘটনার পর পরেই গফরগাঁও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও গফরগাঁও থানা পুলিশ প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে নিখোঁজ নারীর সন্ধ্যান পায়নি। এ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করে।
নিখোঁজ রিমি আঞ্জুমান গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাতল গ্রামের নজিমুজ্জামান সবুজের স্ত্রী।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌগ অভিযানে নদে নিখোঁজ নারীকে উদ্ধারে প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়েও ওই নারীর সন্ধ্যান মেলেনি। ঘটনাস্থলে বেশ ¯্রােত রয়েছে। পাশাপাশি আলোর স্বপ্লতাও রয়েছে। এ অবস্থায় আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার ভোররাত থেকে ফের উদ্ধার অভিযানে শুরু হবে। তিনি আরও জানান ওই নারী গফরগাঁওয়ে বেড়াতে এসেছিলেন। ##