বিএমটিভি নিউজঃ
গত বছরের সেপ্টেম্বরেই দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (শুক্রবার) এক বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে। দক্ষিণ এশিয়ান ফুটবলের সঙ্গে বিশ্ব ফুটবলের পার্থক্যটা টের পেল বাংলাদেশ।
জাপান নারী ফুটবলে একবারের বিশ্বচ্যাম্পিয়ন। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড বিশ্বকাপেও এশিয়ান জায়ান্টরা দুর্দান্ত খেলেছে। এমন একটি দলের সঙ্গে ৮ গোলে হারের পর নারী দলের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘পার্থক্যটা বোঝা গেছে, তারা কোথায় আর আমরা কোথায়। কত সহজে ভুল করা যায় সেটাও দেখা গেল।’যদিও জাপান বিশ্বকাপের দলটি এশিয়ান গেমসে আনেনি। এরপরও জাপান অনেক শক্তিশালী বলে মন্তব্য করেন সাবিনাদের নতুন কোচ, ‘জাপানের হয়ে বিশ্বকাপের অনেকেই খেলেনি। এরপরও সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এসেছে তারা। তবুও আমাদের সঙ্গে তাদের পার্থক্য অনেক।’বড় ব্যবধানে হারের পরও মেয়েদের প্রশংসাই করলেন কোচ টিটু, ‘মেয়েরা সাধ্যমতো চেষ্টা করেছে। এমন খেলা কখনোই তারা খেলেনি। বিগেস্ট চ্যালেঞ্জ ছিল।’এরপরও এই ম্যাচ থেকে প্রাপ্তি দেখছেন সাবেক এই বাংলাদেশ ফুটবলার, ‘এই ম্যাচ থেকে কি পেলাম তা নিয়ে ভিয়েতনামের বিপক্ষে লড়তে হবে। পুরো ম্যাচই একদিকে পজিটিভ, কারণ এখানে ভুল-ত্রুটি আমাদের আরও শোধরানোর ব্যবস্থা করবে।’