সংবাদ সংগ্রহ করতে গিয়ে ত্রিশাল হাসপাতালের কর্মচারীদের হামলায় ৪ সাংবাদিক আহত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবারের মান নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মচারীদের হামলায় স্থানীয় চার সাংবাদিক আহত হয়েছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান ও গণমুক্তির মাসুদ রানা।আহত সাংবাদিক সাইফুল আলম তুহিন বলেন, হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে কয়েকদিন ধরে আমরা সংবাদ প্রচার করে আসছি। এতে রোগীদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। রোগী এবং তাদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে হাসপাতালের খাবারের মান নিয়ে তথ্য চাইতে গেলে বাবুর্চি সোহরাব হোসেন প্রথমে ক্যামেরায় হাত দেন। পরে তাৎক্ষণিক ৮ থেকে ১০ জন এসে অতর্কিত হামলা শুরু করেন। তাদের হামলায় রক্তাক্ত জখম হয়েছি আমরা চারজন। পরে পুলিশ এসে আমাদের রক্ষা করে।

আহত রাকিবুল হাসান সুমন বলেন, হাসপাতালের কর্মচারীরাই রোগী দেখা থেকে শুরু করে সব কিছু করেন। এ নিয়ে আমার করা একটি ভিডিও রিপোর্ট ভাইরাল হয়। এ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নজরুল ইসলাম আমাদের ওপর ক্ষিপ্ত। আজকে সেই সুযোগে তার নির্দেশে হামলা হয়েছে। পরে ৯৯৯- এ কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, আমি একটু বাইরে আছি। তবে কে বা কারা সাংবাদিকদের ওপর হামলা করেছে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার