স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের কাশবনে বেড়াতে এসে নৌকা থেকে পড়ে যায় তিন বছর বয়সী শিশু আব্দুল্লাহ আল সাদ। শিশু সন্তানকে বাঁচাতে তাৎক্ষণিক নদে ঝাঁপিয়ে পড়েন মা রিনি আঞ্জুমান (৩৫)। ওই সময় নৌকায় থাকা স্বজনরা নদে পড়ে যাওয়া শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও রিনি পানিতে তলিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে দীর্ঘ ১৭ ঘন্টা পর শনিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দলের সদস্যরা রিনির মরদেহ উদ্ধার করেন। এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের সালটিয়া সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও গফরগাঁও থানা পুলিশ প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে নিখোঁজ নারীর সন্ধ্যান পায়নি। এ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে।
নিহত রিনি আঞ্জুমান (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়না বাজার এলাকার নগর হাওলা গ্রামের নাজমুল হক সবুজের স্ত্রী।
নিহত রিনির স্বামী সবুজ জানান, তার স্ত্রী রিনি ডাক্তার দেখাতে শুক্রবার ভালুকায় আসেন। পরে ডাক্তার না পেয়ে রিনি ভাই শাশুড়িসহ পাঁচজন নিয়ে গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের পাঁচুয়ায় বেড়াতে চলে আসেন। বিকেলে তাঁরা ব্রহ্মপুত্র নদের কাশবন দেখতে নৌকায় উঠেন। নৌকা করে ঘোরার একপর্যায়ে ওই নারীর তিন বছর বয়সী শিশু সন্তান আব্দুল্লাহ আল সাদ ব্রহ্মপুত্রে পড়ে যায়।
ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ওই নারী নদীতে ঝাঁপ দেন। এরপর ১৭ নিখোঁজ থাকার পর ডুবুরিরা ঘটনাস্থলের পাশ থেকে রিনির মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদের ঘটনাস্থলের পাশ থেকেই নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের স্বামীর আবেদনের প্রেক্ষিতে মানবিকদিক বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##