আন্তঃনগর ট্রেনে যুক্ত হয়েছে নতুন লাগেজ ভ্যান

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ
বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনে যুক্ত হয়েছে নতুন লাগেজ ভ্যান। রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিতা কেটে লাগেজ ভ্যান উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বেলা ১১টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) প্রথম লাগেজ ভ্যান নিয়ে ঢাকা ছেড়ে যায়।রেলমন্ত্রী বলেন, ‘আমরা আপাতত ১৬টি ট্রেনে একটি করে লাগেজ ভ্যান দিচ্ছি। চাহিদার ওপর নির্ভর করে আমরা লাগেজ ভ্যান বাড়াব’। ঢাকা-সিলেট-ঢাকা রুটের জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) প্রথম লাগেজ ভ্যান নিয়ে ঢাকা ছেড়েছে।

জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় ট্রেনের নতুন নন-রেফ্রিজারেটর লাগেজ ভ্যানে (৩৬০৫) ৪ হাজার ৬০০ কেজি মালামাল বুকিং নেয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেনে এ মালামাল পরিবহন বাবদ রেলওয়ে আয় করেছে ১০ হাজার ২১২ টাকা। এই পথে কেজিপ্রতি পরিবহন খরচ ২ টাকা ২২ পয়সা ধরা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার