You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ২০জনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে থানার দাপুনিয়া বাজার এলাকা হইতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী দেলোয়ার হোসেন (৪৮) পিতামৃতঃ নুরুল ইসলাম, সাং-কাউয়ালটি (দাপুনিয়া), কোতোয়ালী, ময়মনসিংহ অধ্যাপক তৌফিকুর রহমান(৫৬), পিতামৃতঃ আজিজুর রহমান, সাং- বাগিচাপুর, থানা-নালিতাবাড়ী, শেরপুর, এপি সাং-১৫, গোলকীবাড়ী, ৮ম তলা, কোতোয়ালী,ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) শামছুজ্জামানএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আনন্দমোহন কলেজ রোড এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনমামলার আসামী কবিরুল ইসলাম আন্না(৪২), পিতামৃতঃ গনি মিয়া, সাং-২২নং আনন্দমোহন কলেজ রোড, আঃ রাজ্জাক(৬৫), পিতামৃতঃ আমির উদ্দিন, সাং-চর খরিচা, উভয় থানা- কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আলী আকরবএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উজান ঘাগড়া এলাকা হইতে বিশেষ ক্ষমতা আইন মামলার আসামী সারোয়ার হোসেন নয়ন (৩২), পিতা-আব্দুল কাদের, সাং-উজান ঘাগড়া, থানা- কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) নিরুপম নাগএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড় হইতে চুরি মামলার আসামী দেলোয়ার হোসেন(১৯), পিতা-আব্দুল রেজ্জাক , ঠিকানা: স্থায়ী: (আলালপুর) , ময়মনসিংহ সদর, ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হতে ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আঃ মোতালেবএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আকুয়া এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ মারুফ (২২), পিতা-মোঃ মাসুম, , ঠিকানা: স্থায়ী: (আকুয়া মোড়ল পাড়া) পরান(৩৮), পিতা-মোঃ সিদ্দিক, ঠিকানা: স্থায়ী-১: (আকুয়া ৩৬ বাড়ী কলোনী) , উভয় ময়মনসিংহ সদর, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) জহিরুল ইসলামএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার কাঠগোলা বাজার এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ বিশু মিয়া (২৬), পিতা-মোঃ আশরাফ আলী , মোঃ রিজন (৩১), পিতা-মোঃ রতন মিয়া , ঠিকানা: উভয় সাং-ঢোলাদিয়া সালেহ মার্কেট, ময়মনসিংহ সদর, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আসাদুজ্জামানএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে অন্যান্য মামলার আসামী শাহজাহান (২৮), পিতা-মৃত-এছাক আলী , সাং-চর কালিবাড়ী, আঃ সামাদ (২২), পিতা-আঃ খালেক , ঠিকানা: স্থায়ী: (চর ভবানীপুর কোনাপাড়া) কাউসার হোসেন (৩৩), পিতা-মৃত-আবু বক্কর সিদ্দিক , ঠিকানা: স্থায়ী: (চরকালিবাড়ী) ,সর্ব থানা- ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) নূরে আলমএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ বাজার এলাকা হতে অন্যান্য মামলার আসামী বিল্লাল(২৬), পিতা- হবিউর রহমান , সাং-আলালপুর, আলতু মিয়া(৩৫), পিতা-মৃত ইসলাম উদ্দিন , সাং-চর হরিপুর , সুজন(৩০), পিতা- আব্দুল সালাম , সাং-মাঝিপাড়া (আলালপুর) , হযরত আলী(৫২), পিতা-মৃত শমসের আলী , সাং-আলালপুর, মোজাম্মেল (৪৫), পিতা-আব্দুল হেকিম , সাং-আলালপুর), সর্ব থানা- ময়মনসিংহ সদর, ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মাহমুদুল হাসানএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আকুয়া ৬৩ বাড়ী এলাকা হইতে অন্যান্য মামলার আসামী মোঃ জাহিদ হাসান(২৫), পিতা-জামাল উদ্দিন , ঠিকানা: স্থায়ী: (৩৬ বাড়ী কলোনী) , ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) দিদার আলমএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এলাকা হতে ০১টি সিআর বডি তামিল করেন। সিআর গ্রেফতারী পরোয়ানায় মঞ্জুরুল ইসলাম, পিতা-মোঃ নূরুল ইসলাম, স্থায়ী: (চর ভবানীপুর প্রাইমারী স্কুলের সাথে) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।