শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেয়া হবে

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ 

শর্তসাপেক্ষে সাংবাদিক নীতিমালা সংশোধন করে নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে। ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেয়া হবে। মঙ্গলবার এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৈধ কাগজপত্র থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল চালাতে কোনো বাধা নেই। কমিশন বিষয়টির অনুমোদন দিয়েছে।

গত এপ্রিলে সাংবাদিক নীতিমালা জারি করে ভোটে সাংবাদিকদের মটরসাইকেলে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয় ইসি। এ নিয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আপত্তি জানালে কয়েক দফা বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি। রোববার (২৪ সেপ্টেম্বর) নীতিমালা সংশোধনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সই করার মধ্য দিয়ে বিষয়টি অনুমোদন হয়ে যায়। বর্তমানে বিষয়টি জারি করার প্রস্তুতি নিচ্ছে ইসি সচিবালয়।