স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) ফারুক আহম্মেদএর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে অন্যান্য মামলার আসামী ফজলে রাব্বী (২২), সাং-বাঘামারা, জাহিদ মিয়ার বাসার পাশে, থানা- কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজীব এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার কেওয়াটখালী ময়না মোড় এলাকা হতে অপহরন মামলার আসামী আতিকুল ইসলাম সুমন(৩৫), পিতা-আলী হোসেন, সাং-মাসকান্দা গনসার মোড়, কসাইপট্টি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) হুমায়ুন কবির এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার গন্দ্রপা এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ সাব্বির (২৯), পিতা-মোঃ আনোয়ার, সাং-কেওয়াটখালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, সোহেল (২৫), পিতা-নুর ইসলাম, সাং-রামজীবনপুর, থানা-মোহনগঞ্জ, নেত্রকোনা, এপি/সাং-কেওয়াটখালী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মাহমুদুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চরপাড়া এলাকা হতে অন্যান্য মামলার আসামী স্বপন (২২), পিতা-মনর উদ্দিন, সাং-চর গোপালপুর, থানা-মাদারগঞ্জ, জেলা-জামালপুর, সজিব (২০), পিতা-সেলিম মিয়া, সাং-তারাটি, থানা-তারাকান্দা, ফারুক (২৫), পিতা-ওয়াজেদ আলী, সাং-আমির কাকুরা, থানা-হালুয়াঘাট, উভয় জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ)আল মামুন, এএসআই (নিঃ) ওমর ফারুক, ফরহাদ উদ্দিন, আল আমিন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪ সিআর বডি তামিল করেন। সিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ জন। ১।মোঃ আব্দুল মজিদ, পিতা- মৃত: রুস্তম আলী, স্থায়ী: সাং- বাড়েরার পাড় ছেনকান্দা (চানু মুন্সীবাড়ী সংলগ্ন) , লিয়াকত আলী, স্থায়ী: গ্রাম- বাজিত পুর, লিয়াকত আলী, পিতা-মৃত গিয়াস উদ্দিন, স্থায়ী: গ্রাম- বাজিত পুর, লিয়াকত আলী, স্থায়ী: গ্রাম- বাজিতপুর, সকলেই ময়মনসিংহ সদর,জেলা –ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।