বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে জিলা স্কুল এ্যলামনাই ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১৯ ফেব্রুয়ারী থেকে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। ময়মনসিংহ জিলা স্কুল মাঠে দিনের বেলায় এবং জিলা স্কুল হোস্টেল মাঠে দিবা রাত্রী অনুষ্ঠিত হবে এই ক্রিকেট টুর্নামেন্ট।
ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য জিলা স্কুলের ১৯৭১ সাল থেকে বিগত ৫০ বছরের শিক্ষার্থীরা এক হয়ে আয়োজন করেছেন এক ব্যতিক্রমী ক্রিকেট প্রতিযোগিতার। সাবেক ৫০ বছরের শিক্ষার্থীরা ৩৮টি দলে ভাগ হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিবেন। টূনামেন্টে খেলা হবে ৬ ওভারে এবং প্রতিটি দলের ৯জন খেলোয়ার অংশগ্রহন করবে।
জাকজমকপূর্ন এই ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করছে জিলা স্কুল এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাব।
জিলা স্কুল এ্যলামনাই এর আয়োজনে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কারসহ প্রাইজমানি ও অংশগ্রহনকারী অন্যান্য দল ও খেলোয়ারদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার।
টূর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে আয়োজকরা জানায়, ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে তৃতীয়বারের মতো এই আয়োজন করা হলো। ভবিষ্যতে এই ধরনের টূর্নামেন্ট আয়োজনের অব্যহত থাকবে। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার। জাতীয় দলের একাধিক খেলোয়ার সহ বেশ কয়েকজন মন্ত্রী, এমপিও এ খেলাতে অংশ নিবেন। খেলাকে কেন্দ্র করে এক মিলনমেলার সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্কুলের সাবেক শিক্ষার্থী এহতেশামুল আলম, শেখ আমজাদ আলী, আরিফ চৌধুরী রাসেল, হাবিবুল্লাহ বাবু, শরিফুজ্জামান সোহেল, মাইনুদ্দিন লস্কর রিগ্যান, মোহাম্মদ আলী তাতুল প্রমুখ।