করোনাযোদ্ধা ডাঃ হরিশংকর দাশ স্থানীয় সরকার পুরস্কার পেলেন

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ দেশে করোনার শুরুতে লকডাউনে সবাই যখন নিজ আশ্রয়স্থলে আবদ্ধ, ঠিক তখনও জীবণের ঝুঁকি নিয়ে চেম্বারে নিরবচ্ছিন্ন রোগীর চিকিৎসাসেবা দিয়ে নজির সৃষ্টি করেছেন ৭২ বছর বয়স্ক মানবিক চিকিৎসক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হরিশংকর দাশ। অনবদ্য সেবাদানকারী ওই গুণী চিকিৎক ডাঃ হরিশংকর দাশকে স্বীকৃতি দিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন স্থানীয় সরকার পুরস্কার-২০২০ সন্মাননা ক্রেস্ট প্রদান করেছে ।

জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে গত ১৩ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি এই সন্মাননা তুলে দেন।

জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়িতা শিল্পী, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামূল আলম ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান।

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগ জেলার ১৩টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও, শ্রেষ্ঠ পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, বিশেষ ব্যক্তিত্ব, বিডি ক্লিন, ময়মনসিংহ হেল্পলাইন ও সেবা মূলক প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার পুরস্কার-২০২০ প্রদান করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ ইউপি মেম্বার, ইউপি সচিব, দফাদার, মহালদার, পর্যটন বিকাশ, গ্রাম আদালত পরিচালনা, জন্ম নিবন্ধন বাল্যবিবাহ রোধ, সরকারি দাবি আদায়ে, খাস জমি উদ্ধার বিষয়ে শ্রেষ্ঠত্বের অবদান রাখার জন্য পুরস্কৃত করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার