প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে এমপি বাবেল গোলন্দাজ এর নেতৃত্বে গফরগাঁওয়ে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা ও মিলাদ মাহফিল

প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে এমপি বাবেল গোলন্দাজ এর নেতৃত্বে গফরগাঁওয়ে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা ও মিলাদ মাহফিল

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে শনিবার সারাদিনব্যাপী বর্নাঢ্য আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে গফরগাঁও উপজেলা শাখা আ’লীগ । এ উপলক্ষে এক বিশাল বর্নাঢ্য আনন্দ র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ নেয় উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।
র‌্যালীর পর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি । আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল), উপজেলা শাখা আ’লীগের সাধারণ সম্পাদক বারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ও সালটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজমুল হক ঢালী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগামী দিনে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। বর্তমান সরকারের আমলের উন্নয়নের চিত্র প্রতিটি নেতা-কর্মীকে ঘরে ঘরে পৌছাঁতে হবে; তিনি আরও বলেন, যখন সংসদ নির্বাচন ঘনিয়ে আসে তখন বসন্তের কোকিলের মতো কিছু মানুষের আবির্ভাব ঘটে। যারা বিগত বিভিন্ন সময়ে কেউ এলাকায় এসে জনগণের পাশে থাকা দূরের কথা খবর নিতেও আসে নাই।
তিনি তার বক্তব্যে আরও বলেন, এখন থেকে প্রতিটি ওর্য়াডে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারনা করতে হবে। তাহলেই নৌকা বিজয়ী হবে। আওয়ামীলীগ সরকারের আমলে গফরগাঁও উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। যা বিগতদিনে কোন সরকারের আমলে হয়নি। গফরগাঁও পৌরসভার প্রতিটি সড়কে আনন্দ র‌্যালীর বিশেষ আমেজ পরিলক্ষিত হয় । প্রতিটি ওর্য়াডে গান-বাজনা মুখরিত হয়ে উঠে । শহরে হাজার হাজার নেতা-কমীদের উৎসাহে আমেজের সৃষ্টি হয় । পুরো সংসদ নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে । গফরগাঁও উপজেলা হচ্ছে নৌকার শক্তিশালি ঘাঠি হিসেবে পরিচিতি লাভ করেছে ।