বিএনপির রোডমার্চে জনতার ঢল সরকার পদত্যাগের হুঁশিয়ারি মঈন খানের

image

You must need to login..!

Description

এফ আই সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে

সরকারের পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে রাজপথ না ছাড়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। রোববার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রোডমার্চের পথসভায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেন।

তিনি আরো বলেন, রাজপথে নেমেছি আমরা। যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বোনা এবং পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত এই ভোট বিহীন সরকার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরো বলেন, বিগত এক বছর যাবত কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করে রাজপথে সমাবেশ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষ অনাস্থা দিয়েছে। কাজেই এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।

সমাবেশে এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সামনে আন্দোলন আরও জোরদার হবে। মানুষ বাঁচতে চায়, এদেশের গরীব মানুষের আর বাঁচার উপায় নাই। জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে মানুষ জীবন বাঁচাতে পারবে না। কাজেই যদি বাঁচতে চান, নিজের ভোট নিজে দিতে চান তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে যে লড়াই হবে, সেই লড়াইয়ে আমাদের জিততেই হবে।

ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চে নেতা কর্মীদের ঢল নেমে এসেছে। রবিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ঈশ্বরগঞ্জ উপজেলার তেরোচাটি এলাকায় আয়োজিত পথসভায় মিছিল ও শত শত গাড়ি বহরে জড়ো হয় দলটির হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ জনগণ। ঈশ্বরগঞ্জের পথসভা শেষে রোডমার্চটি পার্শবর্তী নান্দাইল উপজেলা হয়ে কিশোরগঞ্জ গিয়ে শেষ হবে। রোববার সকাল থেকে ময়মনসিংহ বিভাগে শুরু হয় ওই রোডমার্চ।

সরকার পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির ‘এক দফা’র দাবিতে এই রোডমার্চ হয়। সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহের ত্রিশালের বগার বাজার থেকে ওই রোডমার্চটি শুরু হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলায় রোর্ড মার্চের পথসভায় ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। এছাড়াও সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন অনুসারী লোকজনও উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন নেতাকর্মী নিজ নিজ ব্যানারে পথসভায় যোগ দেন।
ওই রোড মার্চ সফল করতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার নেতাকর্মীরা দলে দলে অংশ নেয়।

রোডমার্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ওয়ারেস আলী মামুন, শরিফুল আলম, বাংলাদেল জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রিয়, বিভিন্ন জেলা, মহানগর, ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর সভার নেতৃবৃন্দ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার