ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) আলী আকবর এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার দড়ি ভাবখালী এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী নাজমুল হক মাসুদ(৩৫), পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-দড়ি ভাবখালী,
থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়া,এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার বলাশপুর কসাইপাড়া সাকিনস্থ জনৈক নজর আলী (রতন) এর মনোহারী দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ১. মোঃ রাসেল মিয়া (৩০), পিতামৃত মিন্টু মিয়া ওরফে কসাই ,সাং-বলাশপুর কসাইপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ০৫(পাঁচ)গ্রাম হেরোইন, যাহার মুল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) নিরুপম নাগ কোতোয়ালী মডেল থানাএর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার বিদ্যাগঞ্জ বাজার এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী নাজমুল হক (২৮), পিতা-আব্দুল হাই, সাং-দড়ি কুষ্টিয়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) তানভীর আহম্মেদএর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার কাঠগোলা এলাকা হতে মারামারি মামলার আসামী জয় (২১), পিতা-নাছির সাং-কাঠগলা নদীরপাড় (কবরস্থান এর পাশে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)নিরুপম নাগএর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর মাঝিপাড়াস্থ ধৃত আসামী মোছাঃ সাহারা খাতুন (৪৫) এর বসত বাড়ীর সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোছাঃ সাহারা খাতুন (৪৫), পিতা- মৃত রব্বানী ভূঞা, স্বামী-আব্দুর রশিদ, সাং-রঘুরামপুর মাঝিপাড়া, থানা- কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ২০০(দুইশত) গ্রাম উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়াএর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার বাঘমারা নাজমা ক্লিনিকের সামনে পাঁকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী বাবু (২৫), পিতা-মৃত নুরুজ্জামান, সাং-বাঘমারা নাজমা ক্লিনিকের গলি, ইরফান ইসলাম কনিজ ওরফে ইরফান ইসলাম কলিংস(৩৪), পিতা-মৃত শামছুল হক সামাদ, সাং-২৭ নং গোলাপজান রোড, উভয় থানা-কোতোয়ালী,ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) আয়েছ মিয়া, এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার আকুয়া বাইপাস এলাকায় পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী আল আমিন (২৮),, পিতা-নজরুল ইসলাম , সজীব মিয়া (২২), পিতা-ফজলুল হক, উভয় সাং-উজান বাড়েরা, আকুয়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

ইহা ছাড়াও এএসআই(নিঃ) আয়েছ মিয়া, নূরুজ্জামান, ওমর ফারুক, ইকবাল হোসেন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর সাজা, ০১টি সিআর ও ০২টি জিআর সহ সর্বমোট ০৪টি বডি তামিল করা হয়।
সিআর সাজা পরোয়ানায় মোঃ খালেদ হোসেন নাইম , পিতা-মোঃ দিলোয়ার হোসেন, স্থায়ী: গ্রাম- স্টেশন রোড (প্রোঃ মেসার্স নিউ বিসমিল্লাহফ্যাশন সূচনা সেন্টার পার্শ্বে ,ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, সিআর সাজা পরোয়ানায় মোঃ শহিদুল ইসলাম, পিতা-মৃতঃ আঃ হাকিম, স্থায়ী: গ্রাম- দাপুনিয়া (দাপুনিয়া হাঁড়গুজিরপাড়) ,
জিআর পরোয়ানায় সজিব মিয়া, পিতা-মৃতঃ আব্দুল লতিফ, স্থায়ী: গ্রাম-রেল কোয়ার্টার , আসাদুল ইসলাম (২৫), মোঃ আজিজুল ইসলাম ওরফে আজিজ, স্থায়ী-১: গ্রাম- বলাশপুর (পাওয়ার হাউজ রেলওয়ে কলোনী) , সকলেই ময়মনসিংহ সদর, –ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার