You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।
ইন্সপেক্টর(নিঃ) মোঃ মারফত আলী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসারের সহায়তায় তথ্যপ্রযুক্তির সহায়তায় নিয়মিত ধর্ষণ মামলার আসামী নাফিজ খান(২৪), পিতা-মোঃ আলা উদ্দিন খান, সাং-কালুনকা, থানা- মোহনগঞ্জ, জেলা -নেত্রকোনা, বর্তমান সাং-১৫৯ প্রেম বাগন, গাওয়াইর) , থানা- দক্ষিণখান, জেলা -ঢাকাকে ঢাকার দক্ষিন খান থানার প্রেম বাগান এলাকা হতে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহমেদ, ০১নং পুলিশ ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার স্টেশন রোড এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে আসামী সুলতান মিয়া (৩১), পিতা-সেলিম মিয়া, গ্রাম- বলাশপুর মুক্তিযোদ্ধাআবাসন, মোঃ সোহাগ মিয়া (২৮), পিতা-মোঃ খলিল মিয়া, গ্রাম-চরপাড়া (পাঁচ তারা হোটেলের মালিক নজরুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া (ভাসমান), সুজন মিয়া (২১), পিতা-সাইদুল ইসলাম, গ্রাম-কেওয়াটখালী, ময়নার মোড়, সর্ব থানা- ময়মনসিংহ সদর, জেলা- ময়মনসিংহ, সজল কুমার সিংহ (২৬), পিতা-পানু কুমার সিংহ, গ্রাম-নিজ হুগলা, থানা- পূর্বধলা, জেলা-নেত্রকোনাদের দেশীয় অস্ত্রাদি সহ গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ আল মামুন, এসআই (নিঃ) মোঃ রুবেল মিয়া, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা হতে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী শাহজাহান(২৮), পিতা-মৃত ইউসুফ আলী , গ্রাম- রহমতপুর, দেলোয়ার ওরফে আফছুর আলী(৪৫), পিতা-মৃত আঃ মজিদ গ্রাম- রহমতপুর (কাজীরগাঁও), সজল কুমার সরকার(৩৫), পিতা-সম্ভু সরকার , ঠিকানা: স্থায়ী: গ্রাম- শম্ভুগঞ্জ (মাঝিপাড়া) , সর্ব থানা- ময়মনসিংহ সদর, ময়মনসিংহ গ্রেফতার করা হয়।
এছাড়াও র্যাব-১৪ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চুরখাই সাকিনস্থ পাঁচ রাস্তার মোড় ভাই ভাই চাকার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী আজাহার আলম (২৮), পিতা-আব্দুল মান্নান, জুয়েল(২৯), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, মোকারম হোসেন (২৭), পিতা-মৃত সুরুজ্জামান, সর্ব গ্রাম-হারুটি, ময়মনসিংহ সদর, ময়মনসিংহদের ৮৮৫ (আটশত পঁচাশি) পিস নেশা জাতীয় Tapentadol Tablets সহ ধৃত করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।