ক্ষমতা চলে গেলে কেউ পাশে থাকবে না–বঙ্গবীর কাদের সিদ্দিকী

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘জামায়াত-বিএনপি বাদে আপনি অন্য সকল দলের সাথে কথা বলুন। কেননা, ক্ষমতা চলে গেলে কেউ পাশে থাকবে না।’তিনি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন কে কি বলল সেটা বড় কথা নয় ৭০ থেকে ৮০ ভাগ ভোটর ভোট কেন্দ্রে গেলে কেউ কিছু করতে পারবে না। আপনার সম্মান রক্ষা করবে ভোটাররা। তাই ভোটারদের নির্ভিগ্নে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। ভোটাররা অংশগ্রহণ করলে আপনার নেতৃত্ব কেউ নিতে পারবে না। কষ্টে অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। স্বাধীনতা কেউ মুছে ফেলতে পারবে না।সোমবার (৯ অক্টোবর) সকালে নগরীর টাউন হলে কৃষক শ্রমিক জনতা লীগ বৃহত্তর ময়মনসিংহ জেলা সমূহের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গামছা প্রতীকে ৩০০ আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি বলেন, বৃহত্তর জেলা ময়মনসিংহ অন্যান্য জেলার চেয়ে মুক্তিযুদ্ধসহ সকল লড়াই সংগ্রামে ভূমিকা বেশি। আমরা সারা দেশকে নাড়িয়ে দিতে পারি। ময়মনসিংহের রাজনীতি যে দিকে যায়, সারা বাংলাদেশ সেদিকে যায়।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, গাছ একবার বুনলে মরে যায় না। নিয়মিত যত্ন করলে আস্তে আস্তে বড় হয়। আমাদের গামছা মার্কাও একদিন বড় হবে। ন্যায় ও সত্যের পথে গামছা একটি দল, যা বঙ্গবন্ধুর দল। বঙ্গবন্ধু আমাদের আদর্শ। আমাদের পরিচয় বঙ্গবন্ধু। নৌকা চালাতে হলে গামছার প্রয়োজন হবে। গামছা কোমরে বেঁধে নৌকার লগিতে বসলে নৌকা জোরে এগিয়ে যাবে।জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল এম আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহিনুর আলমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সদস্য আব্দুল্লাহ বীর প্রতীক, শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বাশরি পৌরসভার মেয়র ও উপজেলা সভাপতি রাহাত হাসান টিপু, সাবেক মেয়র সানোয়া হোসেন সজীব, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক এ টি এম আবু সালেহ হিটলু, যুব আন্দোলন কেন্দ্রিয় কমিটির হাবিবুন নবী সোহেল, হালুয়াঘাট সাধারণ সম্পাদক বাবুল দেবনাথসহ কেন্দ্রিয়, জেলা, মহানগর ও উপজেলা নেতারা।

সম্মেলনের শুরুতে টাউন হল প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা, মহানগর ও উপজেলার নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনস্থলে এসে উপস্থিত হন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার