You must need to login..!
Description
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার অতিবর্ষণে ১৩টি ইউনিয়নে খাল, বিল, নালাসহ নিচু এলাকা তলিয়ে যাওয়ায় প্রায় ২০ কোটি টাকার রোপা আমন ধান আর কৃষকের ঘরে উঠছে না বলে এমন আশঙ্কা করছেন স্থানীয় কৃষি বিভাগ। উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ইচাইল বিল, এনায়েতপুর ইউনিয়নের থানার পাড় বিল, আছিম- ভবানীপুর ইউনিয়নের কচুয়া বিল, পুটিজানা ইউনিয়নের স্লুইসগেট সংলগ্ন ফলিয়ার খাল বিল, কুশমাইল কালাদহ, বালিয়ান, এনায়েতপুর, বাক্তা, নাওগাঁও এবং রাধাকানাই ইউনিয়নের নিচু এলাকার রোপা আমন ধান এখনো ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে আছে।
উপজেলা কৃষি অফিস বলছে, প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ফসলের তলিয়ে যাওয়া ৭০ ভাগ জমি বিল, বাইদ আর নিচু এলাকা। সরকারি হিসেবে উপজেলার প্রায় ১৫শ’ হেক্টর ক্ষতিগ্রস্ত আবাদি রোপা আমন ধান ডুবে যাওয়ায় কৃষক তার উৎপাদিত সাড়ে ৭ হাজার টন রোপা আমন ধান আর কৃষকের ঘরে উঠবে না। যার মূল্য দাঁড়ায় প্রায় ২০ কোটি টাকা। এরমধ্যে ৭০ ভাগ রোপা আমন ধান বাইদ, খাল, বিল এবং নিচু এলাকায় এখনো তিন থেকে চার ফুট পানির নিচে রয়েছে।
ফুলবাড়ীয়া ইউনিয়নের ইচাইল বিল পাড় এলাকার শিক্ষক আল এমরান বলেন, সহস্রাধিক একর এলাকাজুড়ে ইচাইল বিলের রোপা আমন ধান সম্পূর্ণ তলিয়ে নষ্ট হয়ে গেছে। আমার আবাদি ২ একর জমির ফসল এবার আর ঘরে উঠবে না। বড়খিলা গ্রামের কৃষক জুয়েল মিয়া বলেন, আমি ধার-দেনা করে ১০ কাঠা জমি আবাদ করেছিলাম। নিচু জমি হওয়ায় আচমকা বৃষ্টিতে মুহূর্তেই ধানের ৩ থেকে ৪ ফুট উপরে। আগা পচে যাচ্ছে। ফুলবাড়ীয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর মোহাম্মদ বলেন, পানির নিচে তলিয়ে যাওয়া রোপা আমনের থোর ধানগুলো হয়তো আর রক্ষা করা সম্ভব না।তবে কম ক্ষতিগ্রস্ত এবং যেগুলো এখনো ক্ষতি হয়নি সে সমস্ত কৃষকদের পোকার আক্রমণ থেকে রক্ষায় উপজেলার ব্লগগুলোতে উপ-সহকারী কৃষি অফিসাররা কৃষকদের আগাম পরামর্শ দিয়ে আসছে।