স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযানে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্তসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) তাইজুল ইসলামএর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার দাপুনিয়া বাজার এলাকা হতে মারামারি মামলার আসামী মোনায়েম খান (২৬), পিতা-একেএম কামাল খান, সাং-উজান ঘাগড়া পুটিয়ালীর চর, থানা-কোতয়ালী,ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আল মামুনএর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার টাউনহল মোড় এলাকা হতে চুরি মামলায় আসামী রবিউল হাসান রবিন (২০), পিতা-আমিনুল ইসলাম, সাং-ধানীখোলা ফাজলারচর, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) দিদার আলমএর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার সুতিয়াখালী সাকিনস্থ আসামীর বসত বাড়ী হইতে ধর্ষণ মামলার আসামী আমিরুল ইসলাম লিটন (৪৩), পিতা:- মৃতঃ আলিম উদ্দিন, সাং- সুতিয়াখালী, থানা:-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আল মামুনএর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানারচায়না মোড় এলাকা হতে অন্যান্য মামলায় আসামী জয় বনিক (১৯), পিতা-সুনীল বনিক, সাংপুরাতন মেডিকেল গেইট, অমিত (১৯), পিতা-হারাধন চক্রবর্তী, সাং-আলিয়া মাদ্রাসা পালপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজীব-এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার গাঙ্গীনারপাড় এলাকা হতে অন্যান্য মামলার আসামী আহাদুল শেখ (২৫), পিতা-ছলেমান শেখ, সাং-সাড়াবাড়ীয়া, নটোপাড়া, পাইরেট, থানা-কালিগঞ্জ জেলা-ঝিনাইদহ, মোছাঃ সালমা আক্তার (২৫) পিতামৃত-আঃ করিম, সাং-নতুন মুন্সীরহাট, থানা- ফুলগাজী, জেলা-ফেনীদ্বয়কে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহার নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানারপাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে অন্যান্য মামলার আসামী শহিদুল হক নিলয় (২৬) পিতামৃত-শাহ আলম খান, জাহেদুল ইসলাম সজীব (২৭), পিতা-মোঃ আবুল হাসেম, উভয় সাং-কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা, থানা-কোতোয়ালী, মাসুম মিয়া (২৮), পিতামৃত-সিরাজুল ইসলাম, সাং-বোরকা,থানা-ফুলবাড়ীয়া, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
এছাড়াও এসআই(নিঃ) জহিরুল ইসলাম, এএসআই(নিঃ) হুমায়ুন কবির-১, আবুল হাসান প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ সিআর সাজা ও ০২টি সিআর বডি সহ সর্ব মোট ০৩টি বডি তামিল করেন।
সিআর সাজাপ্রাপ্ত মোঃ ইসমাইল হোসেন (প্রো: মেসার্স ইসমাইল এন্টারপ্রাইজ) (), পিতা-আলহাজ্ব সিরাজ মিয়া, স্থায়ী: গ্রাম- ব্রাহ্মপল্লী (ব্যবসায়িক ঠিকানা: ১/১ মেছুয়া বাজার পিয়াজপট্রি) , উপজেলা ময়মনসিংহ সদর, সিআর আনোয়ার হোসেন কাজল খান (), পিতা-আব্দুল কাইয়ুম খান, স্থায়ী: গ্রাম- চর আনন্দীপুর ময়মনসিংহ সদর, খাদিজা খাতুন, পিতা-/স্বামী: আঃ কালাম, স্থায়ী: গ্রাম- শস্যামালা ময়মনসিংহ সদর গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।