সপ্তাহে একটি দিন আমাদের সন্তানদের খেলাধুলার সুযোগও করে দিন-বিভাগীয় কমিশনার

image

You must need to login..!

Description

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া সপ্তাহে অন্তত একটি দিন আমাদের শিক্ষার্থীদের খেলাধুলা, গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করার সুযোগ করে দিন।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজরিত ত্রিশালে শিক্ষার্থীদের নজরুল চর্চা করার মতো সুযোগ করে দেওয়ার আহবান জানান তিনি। সপ্তাহে শুক্রবার যেনো শিক্ষার্থীসহ আমাদের সন্তানেরা সংস্কৃতি চর্চা করতে পারে সেবিষয়ে জনপ্রতিনিধি এগিয়ে আসার আহ্বান জানান। বৃহস্পতিবার (১২ই অক্টোবর) সকালে ত্রিশাল উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১২ই অক্টোবর) সকালে উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান, উপজেলা নির্বাহী প্রকৌশলী (বিউবি) রুবেল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঈন উদ্দিন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার