দুর্গোৎসবকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছেঃ  মসিক প্রধান নির্বাহী

image

You must need to login..!

Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

আসন্ন শারদীয় ‍দুর্গোৎসব উপলক্ষ্যে আজ বিকেল ৪ টায় কাচারি ঘাটে অবস্থিত বিসর্জন ঘাটের প্রস্তুতি উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী প্রশাসন, পুলিশ ও সনাতন ধর্মের নেতৃবৃন্দকে নিয়ে বিসর্জনস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি জানান, প্রতিমা বিসর্জন যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয় তার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিসর্জন ঘাটের মাটি প্রস্তুতি, প্যান্ডেল নির্মাণ, সিকিউরিটি বুথ স্থাপন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ টয়লেট নির্মাণ, মেডিকেল বুথ স্থাপন সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, দুর্গোৎসবকে উৎসবমুখর ও আনন্দঘন করতে প্রতিবারই সবাইকে সাথে নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উৎসব উদযাপনে নাগরিকদের পাশে থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ, মসিক সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ মেহেদী হাসান, মসিক প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, কোতোয়ালী মডেল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রাখাল চন্দ্র সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন চন্দ্র দে, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রশান্ত কুমার দাস চন্দন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার