You must need to login..!
Description
এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকেঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ধামর মুমেনুন্নেছা বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখা পড়ার মনোযোগী হওয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মাদ্রাসায় এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহসিনা বেগম উপজেলা একাডেমিক সুপারভাইজার, প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ হাবিবুর রহমান এর সভাপতিত্বে বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার দিকে লক্ষ রাখতে হবে। শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে রক্ষা করতে হবে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের দিকে আকর্ষণ থাকলে পরীক্ষার রেজাল্ট ভালো করা সম্ভব না সে দিকে লক্ষ রাখতে হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। শিক্ষক-অভিভাবকদের সমন্বয় থাকতে হবে।
সহকারী শিক্ষক খাইরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যাদের মাঝে বক্তব্য রাখেন মৌলভী মোঃ গোলাম মোস্তফা সুপার ধামর মুমেনুন্নেছা বালিকা দাখিল মাদ্রাসা, মোজাফ্ফর হোসেন প্রধান শিক্ষক ধামর উচ্চ বিদ্যালয়, এ কে এম ফজলুল হক সিনিয়র শিক্ষক মন্ডলবাড়ী উচ্চ বিদ্যালয়, আমান উল্লাহ তালুকদার, রিমা রেবেকা মূর্মূ জুনিয়র প্রোগ্রাম অফিসার ফুলবাড়ীয়া এপি, সহকারী শিক্ষক এস এম সেলিম, অভিভাবক ফারুক হোসেন, অভিভাবক আ: হাই প্রমূখ।