You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
মাদরাসাছাত্রীকে (১৬) যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ জেলা কারাগারে তাকে পাঠানো হয়। গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।মুফতি জালাল উদ্দিন বাকৃবির পেশ ইমাম। পাশাপাশি শেষ মোড় এলাকার জামিয়া হালিমা সাদিয়া (রা.) বালিকা মাদরাসা পরিচালনার দায়িত্বে আছেন। ওই মাদরাসায় যৌন হয়রানির ঘটনা ঘটে।
মাদরাসাছাত্রীর বাবা বলেন, মেয়েকে ইসলামিক জ্ঞান অর্জনের জন্য মাদরাসায় দিয়েছিলাম। সেখানে ওই ইমাম মেয়েকে যৌন হয়রানি করেন। আমি কল্পনাও করতে পারিনি ইমাম সাহেব এমন কাজ করতে পারেন।তিনি আরও বলেন, এর আগে আমার মেয়ে ইমামের স্ত্রীর কাছে অভিযোগ দিয়েছিলেন। কিন্তু ইমামের স্ত্রী হুমকি দিয়ে আমার মেয়েকে মারধর করেছিলেন। তারা আমার মেয়েকে আটকে রেখেছিলেন। তাকে বাসায় আসতে দিতেন না। আমরা মনে করেছিলাম পড়াশোনার জন্য হয়তো বাসায় আসছে না। দুদিন আগে মেয়ের সঙ্গে খারাপ আচরণ করায় এলাকাবাসী জানতে পেরে ইমামকে আটকে রাখেন। আমি এ ঘটনার বিচার দাবি করছি।
এ বিষয়ে বাকৃবির মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো আলী আশরাফ বলেন, ইমামের বিরুদ্ধে এর আগেও অভিযোগ এসেছিল। কিন্তু সেটি লিখিত না হওয়ায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারেনি। ইমাম বিশ্ববিদ্যালয়ের অধীনে দায়িত্ব পালন করেন। তার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে। আমরা আপাতত মসজিদের ইমামের দায়িত্ব পালন থেকে তাকে সরিয়ে রাখছি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ইমামের বিরুদ্ধে যৌন নির্যাতনের শিকার মাদরাসা ছাত্রী অভিযোগ দিয়েছে। সোমবার সন্ধ্যায় জালাল উদ্দিনকে আটক করা হয়। ওই দিন রাতেই তার বিরুদ্ধে মামলা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।