আর এক মাস আন্দোলন করুন, সরকারের পতন হবেই–আলাল

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ঘোষণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ভয় পেয়েছে। সেই ভয় কাটাতে আওয়ামী লীগ নেতারা এখন মুখের আওয়াজের ওপর বাঁচতে চায়। আর এক মাস আন্দোলন করুন, সরকারের পতন হবেই।রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারের দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে মহানগর বিএনপি।

তিনি আরও বলেন, দেশে ডাকাত পড়েছে। এই ডাকাতদের না তাড়াতে পারলে কেউ নিরাপদ না। তাই দেশের ডান, বাম, কমিউনিস্ট ও মধ্যপন্থি সব এক হয়েছে। গণতান্ত্রিক বিশ্বকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। তারা চাপ দিলে যেন পদত্যাগ করতে না পারে এ ব্যাপারে নির্দেশনা জারি করতে আওয়ামী লীগের এক আইনজীবী উচ্চ আদালতে রিট করেছেন। রিট করে হাইকোর্টকে বলছেন, ‘আপনারা নির্দেশনা দেন, যেন প্রধানমন্ত্রীকে চাপের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করতে না হয়।’ হাইকোর্ট বলেছেন, ‘আমরা ছুটির পরে সিদ্ধান্ত দেবমোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা মনে করছি ছুটির পরে আওয়ামী লীগকে বিদায় করে দেব। এক মাস সময় আছে। আন্দোলন করুন, সরকারের পতন হবেই।

তিনি আরও বলেন, গণতন্ত্র মুক্ত হলে খালেদা জিয়া এমনিতেই মুক্ত হবেন। দেশ সুস্থ হলে তিনিও সুস্থ হয়ে যাবেন। তারেক রহমান দেশে ফিরে আসবেন।ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির পৃথক মতবিনিময় সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, অ্যাডভোকেট এম এ হান্নান খান, ফারজানা রহমান হুসনা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার