নির্বাচনের আগে হিন্দু সম্প্রদায়কে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনটাই বাস্তবায়ন করেনি আওয়ামীলীগ-প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ২৩ অক্টোবর, সোমবার সন্ধ্যা থেকে রাত অবধি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ,শাকুয়াই,বিলডোরা,সদর ইউনিয়ন এবং হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং দুর্গাপূজা উপলক্ষে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার নিজের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ।এছাড়াও তিনি গতকাল রোববার হালুয়াঘাট উপজেলার ধুরাইল ,ধারা,ও নড়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেন ।
এ সময় তিনি সেখানে বিভিন্ন পূজা মন্ডপে তিনি আশা প্রকাশ করে বলেন, দুর্গাপূজা তাদের সকলের জীবনে সুখ-শান্তি সমৃদ্ধি বয়ে আনবে । তিনি বলেন বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে এবং ধর্ম যার যার রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাস করে ।কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিএনপি’র এই ধর্মনীতি নিয়ে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় । তিনি এ বিষয়ে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান। তিনি বলেন বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দল ।তিনি বলেন আওয়ামী লীগ আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের বক্তব্য উদ্ধৃতি করে এমরান সালেহ প্রিন্স বলেন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে তার সুস্থ বিচার হওয়া প্রয়োজন। নির্বাচনের আগে হিন্দু সম্প্রদায়কে আওয়ামীলীগ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনটাই বাস্তবায়ন করতে পারে নাই। আওয়ামী লীগ সকল ধর্ম বর্ণের মানুষের সাথে প্রতারণা করেছে বলে তিনি উল্লেখ করেন ।
তিনি সকলকে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে সামিল হবার আহ্বান জানান ।এমরান সালে প্রিন্স পূজা মন্ডপে পৌঁছালে পূজা উদযাপন কমিটির সদস্যরা এবং ভক্ত পূজারী বৃন্দ ঢাকঢোল শঙ্খ পিটিয়ে উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায়।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির,বিএনপি নেতা আবদুল হাই ,আবদুল আজিজ খান ,মাঈন উদ্দিন মানু,আলী আমজাদ খান দিপু,আবদুল জলিল,আবদুল হাই,আবদুল হামেদ,
উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,জেলা যুবদলের সদস্য মোতালেব হোসেন ,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুব্রত পাল, ,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন,যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন , অন্তর আকন্দ,সিরাজুল ইসলাম শাহীন,রাইসুল ইসলাম রাফি, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম,সদস্য সচিব আলী আজগর,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার