গফরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসবে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন

গফরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসবে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অব্সঃ) শামীম হোসেন। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় তিনি গফরগাঁও থানার সদরে পন্ডিতপাড়া শ্রীশ্রী মঙ্গল চন্ডী যুব সংঘ শারদীয়া দুর্গাপূজা মণ্ডপ সহ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শন কালে শামীম হোসেন পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং নিরাপত্তা কর্মীদের বিভিন্ন প্রকার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেন এবং মন্দিরে নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন।
এই সময়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল রায়, সহ সাধারণ সম্পাদক মৃদুল সাহা চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন ঘোষসহ মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।