You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ২৮ অক্টোবর ঢাকায় এক দফার মহাসমাবেশে সকলকে স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ঢাকার মহাসমাবেশের মধ্য দিয়ে অবৈধ সরকারের পতন ও আন্দোলনের বিজয়ের পথে মহাযাত্রা শুরু হবে।গণ অভ্যূত্থানের লক্ষ্যে মহাযাত্রায় সকলকে রাজপথে শামিল হতে হবে ।
তিনি আজ সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে ধারা গ্রামে নিজ বাসভবনে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন । ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন এর সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবির এর সঞ্চালনায় মত বিনিময় সভায় আসলাম মিয়া বাবুল, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,আরফান আলী,আনিসুর রহমান মানিক,আলী আশরাফ,মোয়াজ্জেম হোসেন খান লিটন, আলমগীর আলম বিপ্লব ,ফরহাদ রাব্বানী সুমন, আবদুল হাই, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান , যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি ,মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন,পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,সাধারণ সম্পাদ আবদুল হান্নান, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান , উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম,মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন ,বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম ,নুরুল ইসলাম , রমজান আলী ,আবদুস সাত্তার, ইসহাক আলী মাস্টার, আলতাফ হোসেন ,এমদাদুল ইসলাম ,তাজিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন ।
সভয় এমরান সালেহ প্রিন্স বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে বিএনপি,কিন্তু বিএনপির মহাসমাশকে অশান্ত ও বানচাল করতে ওবায়দুল কাদের সাহেবরা সন্ত্রাসী ভাষায়
উস্কানীমূলক বক্তব্য দিয়ে ষড়যন্ত্র করছে।আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।আওয়ামী লীগ অশান্তি সসৃস্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় । বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত-সংঘর্ষ করে গণতন্ত্র ধ্বংস করছে।বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছে।
তিনি বলেন সেদিন বেশী দূরে নয়,যেদিন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ইনশাআল্লাহ জনগণের বিজয় অর্জন হবে।