You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। বুধবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । তার বয়স হয়েছিল ৭২ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাগনে ও ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন। সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। পেশায় রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেছেন সপ্তম, অষ্টম ও নবম সংসদে সংসদ সদস্য হিসেবে। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
সৈয়দ আবুল হোসেন স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন এবং সৈয়দা ইফফাত হোসেন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ডাসারে শোকের ছায়া নেমে এসেছে। সৈয়দ আবুল হোসেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন তার এলাকায়।
তিনি রাজনীতি করলেও বিরোধী কোন রাজনীতিবিদকে লক্ষ্য করে কখনও কোন কটু কথা বলেননি। সদা হাস্যময় জনাব আবুল হোসেনের কাছ থেকে আজকের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। মহান রাব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুন।