পেশাদার ও দক্ষ সাংবাদিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন- মেয়র টিটু

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজ ডেস্কঃ , ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ, মহৎ এবং চ্যালেঞ্জিং পেশা। প্রকৃত সাংবাদিক আন্তরিকতার মাধ্যমে সঠিক তুলে ধরে দেশের ্উন্নয়নে সহযোগিতা করে। পেশাদার ও দক্ষ সাংবাদিক দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একজন সাংবাদিকের সে সুযোগ তৈরি করে দেয়।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর আয়োজনে ময়মনসিংহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য অনুসন্ধানমূলক ও বুনিয়াদি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আহমার উজ্জামান। তিনি তার বক্তব্যে নৈতিক ও মানবিক সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মতিউল আলম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রতিবেদক মোঃ জিলহাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর মোস্তফা।

উল্লেখ তিনব্যাপী জেলা পর্যায়ে অনুসন্ধানী রিপোটিংয়ে ৩৫ জন সাংবাদিক ও উপজেলা পর্যায়ে বুনিয়াদী প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক মোট ৭০ জন সাংবাদিক প্রশিক্ষণে  অংশ নেন।

 

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার