ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ৬ জুয়ারি সহ গ্রেফতার ৯

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে  ৬ জুয়ারি সহ   ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।


ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মোঃ রুবেল মিয়া ও ফোর্সদের সহায়তায় নরসিংদী জেলার নরসিংদী মডেল থানার বাসাইল এলাকা হতে নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় অপহরন মামলার আসামী মোঃ সৌরভ হাসান (২২), পিতা-মোঃ বুলবুল আহম্মেদ, সাং-ভাড়ারিয়া পাড়া, থানা-পলাশ, জেলা-নরসিংদী’কে গ্রেফতার করেন।

মামলার বাদী সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার ৩৩/এ, বাঘমারাস্থ মোঃ মাসুমের বাড়ীর ভাড়াটিয়া আসামী মো: হুমায়ুন কবির (২৩) এর নিজ দখলিয় ভাড়াকৃত এক কক্ষ বিশিষ্ট সেমিপাকা বসতঘর হতে ০১জন মাদক ব্যবসায়ী. (JG4VK) মো: হুমায়ুন কবির (২৩), পিতা-মৃত হারেজ আলী, ঠিকানা: স্থায়ী: (গুত্তের গাঁও), থানা- ফুলপুর, ময়মনসিংহ, বাংলাদেশ:বর্তমান: (৩৩/এ, বাঘমারা (মাসুমের বাড়ীর ভাড়াটিয়া)) , থানা- কোতোয়ালী মডেল, ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতরে ট্যাপেন্টাডলযুক্ত টাপাল নামীয় গোলাপী বর্ণের ট্যাবলেট ১৩০(একশত ত্রিশ) পাতা, প্রতিটি পাতায় ১০(দশ) টি করে, ১৩০০(এক হাজার তিনশত) পিস ট্যাবলেট, প্রতিটি ট্যাবলেটের ওজন ১০০(একশত) মিলিগ্রাম করে, মোট ১,৩০,০০০ মিলিগ্রাম বা ১৩০(একশত ত্রিশ) গ্রাম। আলামতের মূল্য (আনুমানিক) ৩,৯০,০০০/-(তিন লক্ষ নব্বই হাজার) টাকা মাত্র উদ্ধার করা হয়।

এএসআই(নিঃ) মোঃ সোহরাব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় থানা এলাকা হতে জুয়া আইনে ৬জন জুয়াড়ী গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে আলামত নগদ ৯০০ (নয়শত)টাকা যাহার মধ্যে ১০০(একশত)টাকার নোট ০৪টি, ৫০(পঞ্চাশ) টাকার নোট ৬টি, ২০(বিশ)টাকার নোট ৫টি এবং ১০(দশ)টাকার নোট ১০টি, জুয়া খেলায় ব্যবহৃত ৫১টি তাস ও চটের বস্তা ০১টি উদ্ধার করা হয়।
জুয়াড়ীরা হলেন মোঃ সাইফুল ইসলাম (৫৩), পিতামৃতঃ আঃ গনি, রুহুল আমিন (৩৮), পিতা-আঃ সাত্তার, উভয় সাং-বাদেকল্পা, রফিকুল ইসলাম (৪০), পিতামৃতঃ আঃ হাকিম, সাং-উত্তর দাপুনিয়া, রাজু আহমেদ (৫২), পিতা-নুরুল ইসলাম, সাং-আকুয়া, আলমগীর হোসেন (৩০), পিতা-সবুর মিয়া, মোফাজ্জেল হোসেন (৪২), পিতা-নবু ধোদ্দা, উভয় সাং-আজমতপুর, সর্ব থানা-কোতোয়ালী ময়মনসিংহ এ ছাড়াও এএসআই হযরত আলী থানা এলাকা হতে ০১টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় কাজল, পিতা-মোঃ সেলিম, স্থায়ী: গ্রাম- বলাশপুর (বলাশপুর, মুক্তিযোদ্ধা আবাসন) , উপজেলা/ ময়মনসিংহ সদর গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার