You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ জেলাজুড়ে বৃহস্পতিবার দিবাগত (২৬ অক্টোবর) রাতে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদেরকে সাম্প্রতিক সময়ের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।শুক্রবার (২৭ অক্টোবর) জেলার থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলে জানা গেছে, মুক্তাগাছায় ৭জন, কোতোয়ালি মডেল থানা, ফুলবাড়িয়া ও ফুলপুর থানায় ২জন করে, নান্দাইল ও ভালুকায় ৫ জন করে, হালুয়াঘাট, ধোবাউড়া, তারাকান্দা ও গফরগাঁও থানায় ১ জন করে, ত্রিশাল ও গৌরীপুরে ৩ জন করে মোট ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তারা।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পুলিশ প্রতিটি নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে। নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। কিন্তু যারা সমাবেশে যোগ দেওয়ার তারা ঢাকায় চলে এসেছে। এসব করে সমাবেশ ঠেকানো যাবে না।তিনি আরও বলেন, এত দিন সরকার বলেছে সমাবেশে বাধা দেবে না, রাস্তাঘাট বন্ধ করবে না। কিন্তু সেসব কথা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। রাস্তায় বাস, ট্রাক, মাইক্রোবাসসহ সব বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এ সরকার জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকার। এটি সরকারের রাজনৈতিক পরাজয়।###
মতিউল আলম