October 27, 2023
135
No Comments

You must need to login..!
Description
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার দুপুরে ওই লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকার উপর দিয়ে বয়ে যায় ব্রহ্মপুত্র নদ। সেই নদে প্রতিদিনের মতো শুক্রবার সকালে স্থানীয়রা মাছ ধরতে গেলে নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা (৬০) এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।