আবারো ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন শাহ কামাল আকন্দ

আবারো ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন শাহ কামাল আকন্দ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে লাগাতার ও বিরতিহীন ভাবে আবারও শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইন কনফারেন্স রুমে সদ্য যোগদানকৃত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন কাছ থেকে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ শ্রেষ্ঠত্বের পুরষ্কার গ্রহণ করেন। এসময় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার  মাছুম আহাম্মেদ ভুইয়াসহ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মেধা, দক্ষতা ও অদম্য পেশাদায়িত্বের অধিকারী সবার প্রিয়জন কোতোয়ালী মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পুলিশ বিভাগে তার কর্মের জন্য আগামীর দৃষ্টান্ত হিসেবে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবেন। এর আগে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখায় অফিসার ইনচার্জ হিসেবে অপরাধে দমনে বলিষ্ট ভুমিকা রাখার জন্য ২৫ বার শ্রেষ্ট অফিসার হিসেবে পুরস্কার লাভ করেন। শাহ কামাল আকন্দ বলেন, আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও সঠিক ভাবে দায়িত্ব পালন করে যাব। তিনি তার উর্দ্ধতন কর্মকর্তার সহযোগিতার কৃতজ্ঞ প্রকাশ করেন।