ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ১৫ জুয়ারি, বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ গ্রেফতার ২৫

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ জুয়ারি, বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ২৫ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়।


ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক(নিঃ) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ মোড় এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী সোহেল আহম্মেদ(৩২), পিতা-মোঃ হাফিজ উদ্দিন, গ্রাম- শিবপুর (শিবপুর ০৭নং রামগোপালপুর) , থানা- গৌরীপুর, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আলী আকবর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ মোড় এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী সোহাগ কবির (৩০), পিতামৃত-আঃ করিম, সাং-বয়ড়া ফসিলের মোড়, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।


এসআই(নিঃ)শামছুজ্জামান নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার গোল পুকুর পাড় এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী সাইদুল ইসলাম (৩৮), পিতা-আঃ ছালাম, সাং-গোল পুকুরপাড়, থানা- কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়্।

এসআই(নিঃ)দিদার আলম নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার বেগুন বাড়ী এলাকা হইতে অন্যান্য মামলার আসামী মোঃ রুমান (২০), পিতা-আঃ রাজ্জাক, মিজান (১৯), পিতা-সেলিম, উভয় সাং-কল্যাণপুর, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়্।

এসআই(নিঃ)তাইজুল ইসলাম নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানারপাড়াইল এলাকা হতে ধর্ষণ মামলার আসামী রানা মিয়া (২৬), পিতা-ইউনুস আলী, সাং-পাড়াইল, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়্।

এসআই(নিঃ)আসাদুজ্জামাননেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চরপাড়া এলাকা হতে অন্যান্য মামলার আসামী অন্তর (২৪), পিতা-কামাল, সাং-চরপাড়া, থানা-ত্রিশাল, মাহমুদুল হাসান সনি (২৭), পিতামৃত-আবুল কাশেম, সাং-চর কালিবাড়ী, সজিব (২৬), পিতা-লাল মিয়া, সাং-উজান ঘাগড়া, উভয় কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়্।

এসআই(নিঃ)দিদার আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার সার্কিট হাউজ এলাকা হতে জুয়ারী জাহাঙ্গীর আলম (৫২), পিতামৃত-আরফান আলী, সাং-গন্ডগ্রাম, থানা-গফরগাও, মোশারফ হোসেন (৫৯), পিতামৃত- শহর আলী, সাং-কালিকাপুর, থানা-কোতোয়ালী রফিজ উদ্দিন (৪৫), পিতা-আমির উদ্দিন, সাং- কুমারগাতা, থানা-মুক্তাগাছা, রুবেল হোসেন (৫৫) পিতামৃত-আলী হোসেন, সাং-নাটক ঘরলেন, শামসুজ্জামান (৫০), পিতামৃত-এমএ সাত্তার, সাং-কাচিঝুলি ইটাখোলা রোড, আঃ রউফ (৫০), পিতামৃত-আনসার উদ্দিন, সাং-উজান বাড়েরা, বিজন চক্রবর্তী (৬২), পিতামৃত-জীতেন্দ্র নাথ চক্রবর্তী, সাং-১৮ বাড়ী বিল্ডিং, আঃ হাই (৫৯), পিতামৃত-আঃ করিম, সাং-চর কালিবাড়ী, সিরাজুল ইসলাম (৬৬), পিতামৃত-আব্বাস আলী সরকার, সাং-আকুয়া চৌরাঙ্গীর মোড়, দেলোয়ার হোসেন (৫৯), পিতামৃত-ইন্নছ মল্লিক, সাং-৩৯নং মদন বাবু রোড. সিরাজুল ইসলাম (৫৬), পিতামৃত-রুস্তম আলী মন্ডল সাং-ভাটি দাপুনিয়া, আসাদুজ্জামান (৭২), পিতামৃত-নুরুল ইসলাম, সাং-চর জেলখানা, জাহাঙ্গীর আলম (৬০), পিতামৃত-জৈয়নুদ্দিন ভূইয়া, সাং-গোল পুকুরপাড়, সর্ব থানা-কোতোয়ালী, মোশারফ হোসেন (৭০), পিতামৃত-আমজাদ আলী, সাং-কাজা, থানা-পাগলা, সোহাগ হাসান (৩৩), পিতা-আঃ কালাম, সাং-চকরামপুর, থানা-ত্রিশাল, এপি/সাং-চরপাড়া নয়াপাড়া, থানা-কোতোয়ালী, সর্ব জেলা- ময়মনসিংহগনদের গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে ১১৭৪০/-টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত ০৪ বান্ডিল তাস উদ্ধার করা হয়।
এএসআই(নিঃ)আবু সায়েম নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার আকুয়া জুবলী কোয়াটার এলাকা হতে অন্যান্য মামলার আসামী ১। আলমিন (৩৬) পিতামৃত-সেলিম মিয়া, সাং-আকুয়া নম্বরীবাড়ী মোড়, থানা-কোতোয়ালী,ময়মনসিংহকে গ্রেফতার করা হয়্।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার