বিএনপির মহাসমাবেশে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত

বিএনপির মহাসমাবেশে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে চলমান সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।