হরতালে হালুয়াঘাটে বিএনপির মিছিল

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গতকাল ঢাকায় বিএনপি’র মহাসমাবেশে পুলিশের নারকীয় তাণ্ডবের প্রতিবাদে এবং স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে আজ সকাল সন্ধ্যা হরতাল চলাকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে বিএনপি এবং অঙ্গ- সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়।
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্সের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল হালুয়াঘাট পৌরসহরের পাগল পাড়া, শুটকি মহল, মধ্যবাজার, কাঁচা বাজার, জিরো পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ, সাবরেজিস্ট্রি অফিস হয়ে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিল কারীরা গতকাল ঢাকার মহাসমাবেশে হামলা, গ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তরকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স গতকাল ঢাকায় মহাসমাবেশে ভারতীয় হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে স্বৈরাচারী সরকার নিষ্ঠূর দমন নিপীড়নের মাধ্যমে আন্দোলন নস্যাত করতে চায়। তিনি বলেন পরিকল্পিতভাবে গতকাল বিভিন্ন স্থাপনায় সরকার নিজেই হামলা চালিয়ে এর দায় বিএনপির উপর চাপানোর ব্যার্থ চেস্টা করছে। এটা সরকারের পুরাতন অপকৌশল। জনগণ এতে বিভ্রান্ত হবে না। এসব ষড়যন্ত্র করে সরকার নিজেদের পতন ত্বরান্বিত করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মত রাজনৈতিক নেতৃত্বকে গ্রেফতার সরকারের নৈতিক পরাজয়। আন্দোলন বন্ধ করতে না পেরে তারা বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে গ্রেপ্তার করে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে। বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। কিন্তু এবার তাদের এই ষড়যন্ত্র কোনভাবেই সফল হবে না। তিনি অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করেন এবং গতকাল ঢাকার মহাসমাবেশ থেকে ফেরার পথে গ্রেফতারকৃত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ হালুয়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম জাহিদের সহ গ্রেফতারকৃত অন্যান্য নেতাকর্মীদের তুই দাবি করেন। তিনি অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।
হরতালের সমর্থিত মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আব্দুল হাই, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, যুগ্ম আহ্বায়ক এম আর আলামিন, সিরাজুল ইসলাম শাহীন, অন্তর আকন্দ, আনিসুর রহমান, মির্জা তায়েব,পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনি , বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও হালুয়াঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা তাঁতী দলের আহবায়ক আতিকুল ইসলাম, যুবদলের জেলা কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির,সদস্য আব্দুল মালেক সোহান,জহিরুল ইসলাম, আবু নাসের,মির্জা শাওন, মোতালেব হোসেন, জাকির হোসেন, নাহিদ হাসান উজ্জল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, আলামিন হৃদয় প্রমুখ ও উপস্থিত ছিলেন।
এছাড়াও ইমরান সালে প্রিন্স গতকাল গ্রেফতারকৃত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব অন্তরের বাসায় যান তাদের পরিবার-পরিজনের সাথে সাক্ষাৎ করেন এবং সান্তনা দেন। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন। তিনি তাদের আশ্বস্ত করেন রাজনৈতিক এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে মুক্ত করা হবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার