You must need to login..!
Description
উবায়দুল হক, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে একমাত্র আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর স্টেশন স্থানান্তর না করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রোববার (২৯ নভেম্বর) রেলমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়ে ট্রেনটির যাত্রা শুরুর স্টেশন স্থানান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ওই চিঠিতে লেখেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী একমাত্র ট্রেন বিজয় এক্সপ্রেসের যাত্রা শুরুর স্থান পরিবর্তন করায় ময়মনসিংহবাসীর মনে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। সরকারের বর্তমান মেয়াদের শেষ প্রান্তে এসে দীর্ঘদিন যাবৎ চলমান এ আন্তঃনগর ট্রেনটির যাত্রাপথ পরিবর্তন জনমনে ভুল বার্তা পৌঁছাতে পারে। ময়মনসিংহ শহরটি দেশের অন্যতম প্রধান ও পুরোনো শহর। এটি বর্তমানে বিভাগীয় হেড-কোয়ার্টার। ঐতিহ্যবাহী এ শহর থেকে আন্তঃনগর ট্রেনটির স্টার্টিং স্টেশন (যাত্রা শুরুর স্থান) পরিবর্তন করা সমীচীন হবে না।
তিনি আরও উল্লেখ করেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের স্টার্টিং স্টেশন পরিবর্তন না করে পূর্বের মতো ময়মনসিংহ থেকে চট্টগ্রাম রুটে চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করছি।এদিকে বিভাগীয় শহর থেকে বিজয় এক্সপ্রেসের যাত্রা শুরুর স্থান পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ রোববার দুপুরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলের নাগরিকদের নানাবিধ সমস্যা সমাধানকল্পে নাগরিক আন্দোলন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ময়মনসিংহ থেকে চট্টগ্রাম রুটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি নিরবিচ্ছিন্নভাবে চলাচল করে এই অঞ্চলে চট্টগ্রাম যাতায়াতকারী যাত্রীদের কাছে স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুযোগ তৈরি করেছিল।হঠাৎ করে বিজয় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির যাত্রা শুরুর স্টেশন ময়মনসিংহ থেকে স্থানান্তর করে আগামী ১ নভেম্বর থেকে জামালপুরে করার সিদ্ধান্তের একটি খবর ময়মনসিংহবাসীকে বিস্মিত করেছে। এই ঘোষণার পর সিদ্ধান্ত বাতিল করাসহ ময়মনসিংহবাসীর রেলপথ সংক্রান্ত সাত দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হচ্ছে- ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর স্টেশন স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করতে হবে, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত ডুয়েলগেজ ডবল রেললাইন স্থাপন করতে হবে, জামালপুর থেকে কক্সবাজার আন্তঃনগর ট্রেন চালু করতে হবে, ময়মনসিংহ থেকে সিলেট আন্তঃনগর ট্রেন চালু করতে হবে, শেরপুর জেলাকে রেল সংযোগের আওতায় আনতে হবে, ময়মনসিংহ থেকে ঢাকা দুইজোড়া অফিস টাইম আন্তঃনগর ট্রেন চালু করতে হবে, ময়মনসিংহ শহরকে যানজট মুক্ত করতে ময়মনসিংহ শহরে রেলপথ ওভারপাস প্রকল্প গ্রহণ করতে হবে।
নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কালামের নেতৃত্বে নাগরিক আন্দোলনের প্রতিনিধি দল জেলা প্রশাসকের হাতে দাবিগুলো তুলে দেন। নূরুল আমিন কালাম বলেন, আমাদের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নেবে আশা করি। এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে নামা হবে।