
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপি ও জামায়াত ইসলামীর ডাকা তিন দিনের অবরোধ কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারে ময়মনসিংহে এক প্লাটুন বিজিবি, র্যাবের ১২টি পেট্রোল টিম ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টা থেকে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ টহল শুরু হয়েছে।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারে ময়মনসিংহে এক প্লাটুন বিজিবি, র্যাবের ১২টি পেট্রোল টিম ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ টহল শুরু হয়েছে।র্যাব-১৪ এর ময়মনসিংহ অপারেশনস অফিসার উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, অবরোধে সাধারণ মানুষের জানমাল রক্ষা, নিরাপত্তা জোরদারে র্যাবের ১২টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। অবরোধের তিন দিন র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে।##
মতিউল আলম