ফুলবাড়ীয়ায় আহলে হাদীস এর ৩ দিনব্যাপী কেন্দ্রীয় ইজতেমা শুরু

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান ফুলবাড়ীয়া থেকে : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলামের উদ্যোগে উপজেলার আন্ধারিয়াপাড়া বাজার মারকাজ প্রাঙ্গনে ৩দিন ব্যাপী কেন্দ্রিয় ইজতেমার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বাদ আছর আমবয়ানের মাধ্যমে ইজতেমার উদ্বোধন করেন আহলে হাদীস তাবলীগে ইসলামের কেন্দ্রীয় আমীর মুফতী মুনীর উদ্দিন। এ সময় মঞ্চে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্জ ক্বারী মো. আব্দুল মজিদ খান, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, আন্ধারিয়াপাড়া বাজার মারকাজের সহকারি আমীর ডা. গিয়াস উদ্দিন, আফাজ উদ্দিন, লোকমান আলী, সহকারী কোষাধ্যক্ষ জাকির হোসেন, মারকাজ মসজিদের সভাপতি খন্দকার মাহতাব উদ্দিন, যুব তাবলীগের সভাপতি খাইরুল বাসার আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুফতী মুনীর উদ্দিন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাড়াতে ৫৭ টি দেশের মুসলিম প্রধানদের সম্মিলিতভাবে মুসলিম সেনাবাহিনী গঠনের আহ্বান জানান। অবৈধ দখলদার ইসরায়েলের পক্ষ নিয়ে পশ্চিমাদের একচুখো নীতির তীব্র সমালোচনাও করেন।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। আমরা কোন অন্যায়কে সমর্থন করি না। বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম দীর্ঘ প্রায় ৬ দশক ধরে মানুষের মাঝে কুরআন হাদীসের শিক্ষা, নামাজের দাওয়াত, দোয়া কালেমা শিক্ষা ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনে কাজ করে আসছে। মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে আমাদের গণ আন্দোলন অব্যাহত।
আগামী শনিবার সকালে মোনাজাতের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক সমাপনী হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার