You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামীসহ ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১৪জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর(নিঃ) ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চরপাড়া মোড় এলাকা হতে বিস্ফোরক মামলার ঘটনার সহিত জড়িত এজাহার নামীয় এবং তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হাফিজুর রহমান সুমন (৪৩), পিতা-আবুল মুনসুর, সাং-আকুয়া উত্তর পাড়া, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম (৫৩),পিতামৃত-হোসেন আলী, সাং-আকুয়া নাসিরাবাদ কলেজ রোড, মোসলেম উদ্দিন তুষার (৩০), পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-পুরোহিত পাড়া, মোর্শেদ আলী (৫০), পিতামৃত-কসর আলী, সাং-কন্দপপুর, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহ, মশিউর রহমান মোমেন (৩০), পিতামৃত-আঃ কুদ্দুস মাষ্টার, সাং-বারহাট্টা চন্দ্রপুর, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা, এপি/সাং-মাসকান্দা, থানা-কোতোয়ালী, ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
ইন্সপেক্টর(নিঃ) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম এলাকা হতে বিস্ফোরক মামলার ঘটনার সহিত জড়িত আসামী ফারুক হোসাইন মোল্লা (৫৫), পিতা-হাজী মোজাফফর, সাং-কালিবাড়ী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) শামছুজ্জামান,নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার জেলা স্কুল মোড় এলাকা হতে পূর্বের বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী আব্দুল্লাহ আল রায়হান অপু (৩১), পতিা- মোঃ জয়নাল আবদেীন, সাং- উত্তর পুখুরয়িা, (পুখুরয়িা), থানা- গফরগাঁও, ময়মনসিহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) শামছুজ্জামান নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চরপাড়া মোড় এলাকা হইতে পূর্বের চুরি মামলার আসামী খোরশেদ আলম(২৫), পিতা-মৃত মোসলেম উদ্দিন গামা, সাং-মালগুদাম, খোকন চন্দ্র রায় (৩৩), পিতা- মৃত সুবির চন্দ্র রায়, সাং রুটিওয়ালা পাড়া (ভাসমান), সাব্বির মিয়া (৩০), রাব্বি মিয়া (২৮), উভয় পিতা-মৃত চান মিয়া সেন্টু, সাং চরপাড়া কপিক্ষেত সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) নিরুপম নাগ, শামছুজ্জামান, এএসআই(নিঃ) হুমায়ুন কবির প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০১টি সিআর সাজা, ০১টি সিআর ও ০১টি জিআর সহ মোট ০৩টি বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় মোঃ হারেজ আলী, পিতা-হামেদ আলী, সাং-চর বড়বিলা, সিআর গ্রেফতারী পরোয়ানায় মহিউদ্দিন আহম্মেদ, পিতা- মৃত মোসলেম উদ্দিন আহম্মেদ, স্থায়ী: গ্রাম- আকুয়া (আকুয়া দক্ষিনপাড়া) , জিআর গ্রেফতারী পরোয়ানায় কামাল পাশা ওরফে কামাল (৪২), পিতা-মফিজ উদ্দিন, স্থায়ী : গ্রাম- সেহড়া ধোপখলা (সেহড়া ধোপাখোলা রোড, বাঁশবাড়ী কলোনী, সর্ব থানা- ময়মনসিংহ সদর কে গ্রেফতার করা হয়। প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।