ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মঞ্জুসহ আটক ২

ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মঞ্জুসহ আটক ২

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (১২ নভেম্বর) রাতে নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকা থেকে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি জানান, রাতে ওই স্থানে কয়েকজন মিলে নাশকতার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা প্রতিরোধ গড়ে দুইজনকে আটকে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।###
মতিউল আলম