খালেদা জিয়াসহ রাজবন্দির মুক্তি ও নিদর্লীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বাকৃবিতে শিক্ষকদের মৌণ মিছিল

খালেদা জিয়াসহ রাজবন্দির মুক্তি ও নিদর্লীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বাকৃবিতে শিক্ষকদের মৌণ মিছিল

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফকরুলসহ সকল রাজবন্দির মুক্তি, গণগ্রেফতার বন্ধ ও নিদর্লীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিতে মৌণ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে বাকৃবি মাইক্রোবায়োলজি বিভাগের সামনে থেকে সোনালী দলের সভাপতি গোলাম হাফিজ কেনেডী ও সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদের নেতৃত্বে শিক্ষকদের মৌণ মিছিল বের হয়ে ক্যাম্পাস ও বিভিন্ন অনুষদ ভবন প্রদক্ষিণ করে। এসময় সহ সভাপতি ড. মাহবুব আলম, কোষাধ্যক্ষ ড. মাছুমা হাবিব, ড. শওকত আলী, ড. বাহানুর রহমান, ড. মোশাররফ উদ্দীন ভূঞা, ড. ওয়াকিলুর রহমান, ড. আবুল হাশেম, ড. আখতারুল আলম, ড. মুহাম্মদ গোলাম কাদের খান, ড. শাহেদ রেজা, ড. জোয়াদ্দার ফারুক আহাম্মদ, ড. সহিদুজ্জামান, ড. এম আরিফুল ইসলাম, ড. তাহসিন ফারজানা, ড. মুক্তা খান, ড. মোহাম্মদ আলম মিয়া, ড. গোলাম মুর্তুজা, ড. এম এ ফারুখ, ড. শহীদুল ইসলাম, ড. আবদুল আলীমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এদিকে বাকৃবি শাখা ছাত্রলীগের পাল্টা সোনালী দলের মিছিলের পাল্টা মিছিল করে। এক পর্যায়ে তারা মিছিল সহকাওে উত্তেচনাকর স্লেঅগান দিয়ে শিক্ষকদের পিছু নেয়। শিক্ষকদের মিছিল বিভিন্ন অনুষদীয় ভবনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করা চেষ্টা করে। এতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ##