ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১১

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।


ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (নিঃ) ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে বিস্ফোরক মামলায় আসামী জাহাঙ্গীর আলম (৪৫), পিতামৃতঃ খেলু মিয়া, , সাং-কৃষ্টপুর নায়েবের দোতলা, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) শামছুজ্জামান নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার কেওয়াটখালী এলাকা হতে বিশেষ ক্ষমতা মামলায় আসামী আনোয়ার বিন আরাফাত পল্লব(৩২), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা- মোছাঃ পারুল বেগম, সাং- হাতিবান্ধা থানা-গাবতলী, জেলা-বগুড়া এপি/সাং- কেওয়াটখালী (বাকৃবি ১নং গেইট এর পশ্চিম পাশে জনৈক আমিনুল ইসলামের বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) কামরুল হাসান নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার নতুন বাজার পোষ্ট অফিস এর সামনে হতে মাদক ব্যবসায়ী অজয় পাল ওরফে বাপ্পা(২৮), পিতামৃতঃ প্রনয় পাল, মাতা-গীতা পাল, সাং-শম্ভুগঞ্জ মাঝিপাড়া, ৩৩নং ওয়ার্ড, এপি- ৪২/বি, নাটকঘর বাইলেন, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে সাদা পলিথিন কাগজ দ্বারা মোড়ানো ২০(বিশ) পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, ওজন ০২(দুই) গ্রাম, মূল্য অনুমান ৬ হাজার-টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) শুভ্র সাহানেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার মাসকান্দা বাসস্ট্যান্ড এর সামনে হতে মাদক ব্যবসায়ী আবু সাঈদ ওরফে জাহিদুল ইসলাম(৩২), পিতামৃত-দেলোয়ার হোসেন দেলু, মাতা- জাহানারা বেগম, সাং-মাসকান্দা গনসার মোড়, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) শারমিন জাহান শাম্মীনেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চরপাড়া এলাকা হতে নিয়মিত মামলার আসামী এমদাদুল হক (৪০), পিতামৃত-আখতার আলী, সাং-ভাবখালী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই মনিতোষ মজুমদার এবং এএসআই সুজন চন্দ্র সাহা থানা এলাকা হতে অন্যান্য মামলায় মোট ০৩জন আসামী গ্রেফতার করেন। এসআই মনিতোষ মজুমদার কর্তৃক শাহিনুল ইসলাম ফারুক (৩৫), পিতামৃত- হাবিবুর রহমান, সাং-চুরখাই, মাসুম মিয়া (৪৫), পিতা-বাদশা মিয়া, সাং-ভাবখালী সি-স্টোর, উভয় থানা-কোতোয়ালী, এএসআই সুজন চন্দ্র সাহা কর্তৃক সাগর (২৪), পিতা- মোঃ তাহের, সাং-বাকৃবি আবাসিক এলাকা, থানা-কোতোয়ালী, এছাড়াও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসআই (নিঃ) অসীম কুমার দাস ০১টি জিআর, এএসআই(নিঃ) ফরহাদ উদ্দিন ০১টি জিআর এবং এএসআই(নিঃ) হুমায়ুন কবির -১ ০১টি সিআর সাজা বডি তামিল করা হয়। জিআর গ্রেফতারী পরোয়ানায় আল আমিন (২৪), পিতা-মৃত কুদ্দুস আলী, কৃষ্টপুর (কৃষ্টপুর প্রাইমারী স্কুল সংলগ্ন) , আল মামুন (), পিতা-মৃতঃ আঃ গফুর ও বলাশপুর (বলাশপুর আবাসন, ১৯নং ওয়ার্ড) , ময়মনসিংহ সদর, সিআর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানায় মোঃ আল আমিন (), পিতা-মোঃ আব্দুল মান্নান, মোদারপুর (পোঃ মোজাহারদি) থানা- কোতোয়ালী প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার