স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (নিঃ) ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চরপাড়া মোড় এলাকা হতে বিস্ফোরক মামলার আসামী কামরুজ্জামান জাকির (৩৬), পিতা-ইউনুস আলী, সাং- নামাকাতলাসেন, সাইদুল ইসলাম (৩৫), পিতা-নুরুল ইসলাম, সাং-সানকিপাড়া শেষ মোড়, মানিক মিয়া (৪০), পিতা-মফিজ উদ্দিন, সাং-বলাশপুর মরাখলা, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আজগর আলীর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার আরকে মিশন রোড সাকিনস্থ নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে হতে মাদক মামলায় আসামী হযরত আলী ওরফে ইরানী (৩০), পিতা-উসমান আলী, মাতা-হেলেনা খাতুন, সাং-আকুয়া জুবলী কোয়াটার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ২০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহমেদএর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার বাঘমারা এলাকা হইতে চুরি মামলায় আসামী আরিফ(২৩),পিতা-ফারুক বাবুচ্চি, সাং-বাঘমারা মেডিকেল গেইট, থানা-কোতোয়ালী,ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) টিটু সরকারনেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে
ডাকাতির চেষ্টা মামলায় আসামী রাজু আহমদ (৩৩), পিতামৃতঃ আঃ হালিম, সাং-কুমারগাতা মধ্যপাড়া, থানা-মুক্তাগাছা, শান্ত (২৪), পিতা-মিজান, সাং-পঁচাপুকুরপাড়, থানা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) তানভীর আহম্মেদ ছিদ্দীকীর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার কিসমত বৌ বাজার জনৈককাদির এর বাড়ী পিছনে ফাকা জায়গায় হইতে অন্যান্য মামলায় আসামী শফিকুল ইসলাম (৫০),পিতা-আঃ কদ্দুস, আবু হানিফ (৫৩), পিতামৃত-আবু তাহের, নুরুল আমিন (৪০), পিতামৃত- আবেদ আলী, মোবারক (৩৭), পিতামৃত-আবুল হোসেন, সর্ব সাং-খাগডহর, থানা-কোতোয়ালী,ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মাহমুদুল হাসাননেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চরপাড়া বৌ বাজার হতে অন্যান্য মামলার আসামী মোয়াজ্জেম হোসেন স্বপন (৪২), পিতা-এসএম স্বপন, সাং-আকুয়া মোড়ল পাড়া, থানা- কোতায়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইছাড়াও এএসআই(নিঃ) কামাল হোসেন থানা এলাকায় অভিযান চালিয়ে ০১টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ সোহেল, মোঃ কালু মিয়া, সাং-ষ্টেশন রোড, থানা- কোতায়ালী, ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।